এস এম জাকির, চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশ চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির
টাকা ও ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করে।
গত ৮ আগস্ট রাতে চন্দনাইশ থানা পুলিশ বরমা পশ্চিম বাইনজুরী এলাকায় আসামী গ্রেফতার করতে গিয়ে ১ হাজার পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির ৩ হাজার ৬’শ ৬৫ টাকাসহ ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো.
ফরিদুল আলম (৫০) কে আটক করে।
সে পশ্চিম বাইনজুরী মৃত আবদুর রহমানের ছেলে বলে জানা যায়। তাছাড়া গ্রেফতারী পরোয়ানামূলে মধ্যম হাশিমপুরের মৃত ইসলাম মিয়ার ছেলে নুর মোহাম্মদ, উত্তর মুরাদাবাদের মৃত কাজল আহমদের ছেলে মো. ফারুককে আটক করে।
আটককৃতদের গতকাল ৪ আগস্ট আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার।