আন্তর্জাতিক অনলাইন ডেস্কঃ
চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের মিনঝিরি তলা তার জম্মস্থান প্রবাসে ১০/১১ বৎসর জীবন কাঠিছেন তিনি।দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে মোসলিম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি……..রাজেউন)
পারিবারিক সূত্রে জানা যায়, মোজাম্বিকের নিয়াসা প্রদেশে মাদিম্বাহ শহরের মোসলিম উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন । মোসলিম উদ্দিন কিছুদিন ধরে পায়ের একটা আঘাত নিয়ে ভুগছিলেন।
স্থানীয় এক হাসপাতালে সে পায়ের অপরেশন করালে তার পায়ে পচন ধরে। তখন সে উন্নত চিকিৎসার জন্য নামপুলা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়।সেখানে চিকিৎসক বলেন তার ডায়বেটিস অনেক বেশি এবং তার পায়ে আবার অপরেশন করতে হবে।
চিকিৎসকের পরামর্শে মোসলিম উদ্দিনের পায়ে অপরেশন করা হয় । অপরেশন করার পর দেশে যাওয়ার জন্য টিকিট করা হয়।গত ২ জুলাই সোমবার দেশের যাওয়ার জন্য নামপুলা বিমান বন্দরে গেলে কেনিয়া এয়ারলাইন্স তার পায়ে ব্যান্ডেজ দেখে তার ফ্লাইট বাতিল করে দেয়।
ফ্লাইট বাতিল করে দিলে পুনরায় এ্যামিরেটস এয়ারলাইন্সে ৫ জুলাইয়ের জন্য টিকেট করা হয়। গতকাল মঙ্গলবার হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেন দেওয়া হয় এবং বাসায় চিকিৎসা দেওয়া হয়।
গত সোমবার তার অবস্থা আরো অবনতি হলে হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স আনতে গেলে এ্যাম্বুলেন্স আসার আগেই তার মৃত্যু হয়।
মোসলিম উদ্দিনের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মিনজিরিতলা গ্রামে বাড়ী।