রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৪টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস এবং সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী পৃথক এই অভিযান চালান।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন র্যাব-৭ এর একটি দল ও রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বুধবার (৪ আগস্ট) সকাল থেকে উপজেলার গোচরা, শান্তিরহাট, তাপবিদ্যুৎ গেটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ইউএনও ইফতেখার ইউনুস। এসময় ১৪ মামলায় ২ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
একইদিন বিকালের দিকে উপজেলার রোয়াজারহাট, ক্ষেত্রবাজার, মরিয়মনগর, পূর্ব সৈয়দবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। এসময় তিনি স্বাস্থ্যবিধি না মানা ও দোকান খোলা রাখায় ১০টি মামলায় ৬ হাজার ৪শ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ইউএনও ইফতেখার ইউনুস বলেন, “লকডাউন বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ সময় জরিমানা আদায়ের চেয়ে মানুষকে সচেতন করার উপর গুরুত্ব দেয়া হয়।”
বিধিনিষেধ অমান্যকারীদের অর্থদণ্ড দেয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।