স্পোর্টস নিউজ ডেস্কঃ
জিম্বাবুয়েতে লম্বা সফর শেষে দেশে ফিরে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সরাসরি উঠতে হয়েছে টিম হোটেলে। কমপক্ষে সিরিজ শুরুর দশ দিন আগে হোটেলে উঠতে অস্ট্রেলিার তেমন শর্তের কারণেই মূলত বাংলাদেশ দলকে উঠতে হয়েছে হোটেলে। আর সে ফাঁদে পড়ে এই সিরিজে খেলতে পারছেন না মুশফিক এবং লিটন দাশ।
এরই মধ্যে দুই দফা করোনা টেস্ট করানো হয়েছে ক্রিকেটারদের। ঢাকায় ফিরে নির্জন হোটেলে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে গতকাল থেকে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল।
যদিও বৃষ্টির বাগড়ার কারণে শেষ পর্যন্ত ইনডোরেই অনুীশলন সারতে হয়েছে সাকিব-মাহমুদউল্লাহদের। সকালের বৃষ্টির কারণে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। ফলে বাধ্য হয়ে ইনডোরে চলে যেতে হয় তাদের।
গতকাল সকাল দশটায় বাংলাদেশ দলের অনুশীলনের শিডিউল ছিল। অনুশীলনের সময়ের বেশ আগেই দলের ক্রিকেটাররা মাঠে পৌঁছে গিয়েছিলেন। শুরুতে ক্রিকেটারদের গা গরমের পর্বটা সেরে নেন ট্রেইনার।
রানিং এবং ফুটবল খেলে সময়টা বেশ ভালই পার করেছিলেন সাকিবরা। এরপর মূল অনুশীলন শুরুর আগে প্রায় আধঘন্টা আউট ফিল্ডে ক্যাচিং আর থ্রোয়িং সেশন করেন ক্রিকেটাররা।
ফিল্ডিং কোচ ছাড়া অন্য স্পেশালিষ্ট কোচরা মিলে এই পর্বটা সেরে নেন। এরপর যখন ব্যাটিং এবং বোলিং অনুশীলন শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিকেটাররা ঠিক তখনই নেমে আসে বৃষ্টি। বেলা ১১টার কিছু সময় পর বৃষ্টি নামায় প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল অনুশীলন।
এ অবস্থায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনের কোন সুযোগ ছিল না। ফলে ইনডোরে গিয়ে ব্যাটিং এবং বোলিং অনুশীলন করেছে বাংলাদেশ দল। শেষ পর্যন্ত দুপুর ১টায় গিয়ে শেষ হয় বাংলাদেশ দলের প্রথম দিনের অনুীশলন।
আজ থেকে শুরু হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মাত্র ৭ দিনেই শেষ হবে এই সিরিজ। যেহেতু আগামীকাল সিরিজ শুরু হবে তাই আজ শেষবারের মত অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল।
যেহেতু জিম্বাবুয়ের মাটিতে তিন ফরমেটের ক্রিকেটই খেলে এসেছে টাইগাররা তাই এক রকম প্রস্তুতির মধ্যেই রয়েছে তারা। যদিও এই সিরিজে বাংলাদেশ দল পাচ্ছেনা তিন নির্ভরযোগ্য ক্রিকেটারকে।
তারা হলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ওপেনার লিটন দাশ এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এদের মধ্যে তামিম খেলতে পারছেন না ইনজুরির কারনে।
আর লিটন এবং মুশফিক খেলতে পারছেন না দলের সবার সাথে না এসে আগেই দেশে ফিরে আসায়।তারপরও বাকিদের নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার পরিকল্পনা স্বাগতিক বাংলাদেশের।