চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা মহামারির মধ্যে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া শ্রমিক-কর্মচারীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার একটি প্রশংসিত উদ্যোগ।
করোনা মহামারিতে যেখানে উন্নত দেশগুলো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনর দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতি প্রণিধান যোগ্য। তাই বলা যায় অতিমারিতে বাংলাদেশ পথ হারায়নি।
তিনি আজ রোববার সকালে টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয় চত্বরে চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহণ শ্রমিক লীগের উদ্যোগে করোনাকালে কর্মচ্যূত সিএনজি, বাস ও ট্রাক শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদানকালে একথা বলেন।
তিনি বলেন, করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং কোথাও যাতে পানি জমে নাথাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে।
মেয়র বলেন, মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার জন্য চসিক ক্রাস প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। এ প্রোগ্রাম ৪১টি ওয়ার্ডের প্রত্যেক ঘরে ঘরে পরিচালিত হবে। এ বিষয়ে জনসাধারণের কোন অভিযোগ থাকলে সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলরকে অবহিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মীর্জা ফজলুল কাদের, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী, স. ম জিয়াউর রহমান, মো. সেলিম শেখ, আবু হানিফ জনি, আনোয়ার হোসেন প্রমুখ।