ছবি ও প্রতিবেদক;
শাহারিয়া আলম রিশাদ,(পুরান ঢাকা )ঃ
চুপকরে একপাশে বসে ছিলাম আমি ভাবছিলাম কিছু একটা নিয়ে তবে হঠাৎ করে তার কথাটা শুনে মনের মাঝে আগ্রহ জাগলো ব্যাপার টা কি তাই ভদ্রলোকে প্রশ্ন করলাম কি হইলো….?
তার থেকে জানা গেলো কিছুদিন আগে দুইটা চারা গাছ রোপণ করে ছিলেন একটা নাকি ইদুর নষ্ট করে দিলো, আজ আবার নতুন করে আরেকটা রোপণ করে সেটায় পানি দিচ্ছিলেন তখনি তার সামনে দিয়ে দুই পথচারী যাচ্ছিলো তার কাজ দেখে বলে উঠলো যে ফল খাওয়া পর্যন্ত বাচা পারবা না।
তখনি সে আমাকে প্রশ্ন করেছিলেন “খাওয়ার লেইগা বাইচা আছে কইজনে কন-দি মিয়া ভাই…..?”
ভদ্রলোক পেশায় একজন মাঝি তবে তার কাজ শুধুই যে মানুষ কে এ-পার ওপার করে বেরানো তা নয় সে যখনই সুযোগ পায় এমন দুই-একটা চারা গাছ রোপণ করে যান তার মতে
” আমি ফল আল্লাহর থেকে তো পামু দুনিয়ায় তে যদি একটা গাছ ও ঠিক ঠাক মত বড় হয়ে উঠে তার ফল বাইচা থাকলে খামু তা না হইলে আল্লাহ দিবো আমারে”
সত্যিই ব্যাপার টা খুব ভালো লাগলো,
কিছু মানুষ শুধুই ফেসবুক কিংবা কথায় সীমাবদ্ধ যে “গাছ লাগান জীবন বাচান” দিন শেষে দেখা যায় তারাই গাছ কেটে বিনোদন কেন্দ্র করতে চলছে।
মাঝিটা দেখায় দিলো কথায় না কাজে করে দেখাতে হবে ফলের আশা করতে হলে আল্লাহ থেকে কি পাবো পরে…?
বৃক্ষ মানুষ এর প্রকৃত বন্ধু, আমাদের সবার উচিত বন্ধুত্ব বজায় রাখার।
আমরা নিজ নিজ যায়গা থেকে একটি করে ও যদি গাছ লাগাই নিজের সাথে সবার উপকার হবে।