নিজস্ব প্রতিবেদকঃ
নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫০০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।
আজ বুধবার দুপুর ১ঃ৫০ মিনিটের সময় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত আসামীর নাম মোঃ আব্দুল শুক্কুর ওরফে সাদেক (১৯)।
অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক জনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি বাদী হয়ে মাদক আইনে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করেন ।
সিএস পি/কেসিবি/৯ঃ৪১পিএম