ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় লকডাউনের বিধি কার্যকরের জের ধরে উপজেলা কমপ্লেক্স ও ভূমি কমিশনারের কার্যালয়ে ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে মারাও গেছেন একজন।
লকডাউন কার্যকরে, গতকাল সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার পরিদর্শনে যান সহকারি ভূমি কমিশনার মারুফা সুলতানা খান হিরামনি। স্থানীয়দের অভিযোগ, এ সময় তার সহকারীর লাঠির আঘাতে জাকির নামে একজন গুরুতর আহত হন।
এতে উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় মানুষ। আর মৃত্যু ও গ্রেপ্তারের গুজব ছড়ালে লাঠিসোটা নিয়ে উপজেলা কমপ্লেক্সে হামলা চালায় কয়েক হাজার মানুষ। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারের গাড়ি ও তিনটি মোটরসাইকেলে আগুন দেয়।
ভাংচুর করে সালথা থানা, ইউএনও, এসি ল্যান্ড ও উপজেলা চেয়ারম্যানের বাসভবনেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। সংঘর্ষে আইন শৃঙ্খলাবাহিনীর ৮ সদস্যসহ আহত হন অন্তত ২০ জন।