কমল চক্রবর্তীঃ
কোভিড-১৯ এর সাম্প্রতিক ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে নগরীর বিভিন্ন স্থানে একযোগে ২০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানের ব্যাপারে জনসাধারণকে সচেতন করা হয় এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০০০ পাঁচ হাজার মাস্ক বিতরণসহ মাস্ক না ব্যবহার না করায় ৩৩ টি মামলায় ৯,৪৫০ টাকা জরিমানা করা হয়।
আজ রবিবার ৪ এপ্রিল দুপুর ১২ টা থেকে বিকাল ৫ পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন, নগরীর কর্ণফুলী ব্রীজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয় এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে ৭০টি মাস্ক বিতরণ করা হয়। কোন মামলা হয়নি। এছাড়া নগরীর বায়জিদ এলাকা, বায়জিদ বোস্তামি মাজার এলাকা, সেনানিবাসের গেইট মার্কেট, শের শাহ বাজার এলাকায় কোভিড-১৯ এর সচেতনতা তৈরিতে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা কর্তৃক বহাদ্দারহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় গণপরিবহনের চালক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করা হয়। এছাড়াও জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে একশত মাস্ক বিতরণ করা হয়। আজকের অভিযানে মাস্ক পরিধান না করায় ও অতিরিক্ত যাত্রি পরিবহনের জন্য ৩ ব্যক্তি ও ৮ যানবাহন চালকসহ মোট ১১ জনকে মোট ২১০০(দুই হাজার একাশত টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাকলিয়া এলাকায় সচেতনতা তৈরিতে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ নগরীর কাটগড় বাজার, পতেঙ্গা বীচ, ইপিজেড এলাকায় স্বাস্থবিধি পরিপালনের নিমিত্তে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা, ও মাস্ক বিতরন করেন। এছাড়া বন্দর এলাকায় কোভিড-১৯ এর সচেতনতা তৈরিতে প্রচারণা ও ৫০ টি মাস্ক বিতরণ করা হয়। ১ টি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সদর সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নগরীর মেহেদীবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় ২ মামলায় ২ জনকে ৬০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয় এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে ৫০টি মাস্ক বিতরণ করা হয়। এসময় ২জন কে ৬০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান নগরীর ২ নং গেইটের কর্ণফুলী মার্কেটের ভিতর এবং এর সংলগ্ন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানের ব্যাপারে জনসাধারণকে সচেতন করা হয়। গণপরিবহনের চালক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করা হয়। এছাড়াও জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে ৫০টি মাস্ক বিতরণ করা হয়। অভিযানে কোনরুপ দণ্ড প্রদান করা হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী কর্তৃক নগরীর কাজির দেউড়ী সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানের ব্যাপারে জনসাধারণকে সচেতন করা হয়। গণপরিবহনের চালক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করা হয়। এছাড়াও জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে একশত মাস্ক বিতরণ করা হয়। আজকের অভিযানে মাস্ক পরিধান না করায় তিনজন ব্যক্তিকে মোট ৫০০(পাঁচশত টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। দুইজন বাসচালককে অতিরিক্ত যাত্রী বহন করায় মোট ২০০০(দুই হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ এ কে খান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জন কে ২০০ টাকা জরিমানা করা হয়।জনগণকে সচেতন করা হয় ও ১০০ টি মাস্ক বিতরন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক জানান, নগরীর দেওয়ানহাট এলাকায় বিপণি বিতান এবং গণপরিবহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিনে গিয়ে গণপরিবহনসহ অধিকাংশকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়। এসময় জনগণকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয় এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে পঞ্চাশটি মাস্ক বিতরণ করা হয়। কোন অর্থদণ্ড করা হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস নগরীর লালখান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৭ মামলায় ৭ জনকে ৮৫০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয় এবং জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষ থেকে ৫০টি মাস্ক বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ নগরীর সিআরবি এবং সার্কিট হাউজ সংলগ্ন স্টেডিয়াম মার্কেট মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো; ওমর ফারুক।
সিএস পি/কেসিবি/৬ঃ৫৯পিএম