চট্টগ্রামঃ
আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের বোর্ড অব ট্রাষ্টিজের উদ্যোগে ৩ এপ্রিল, শনিবার বিকেল ৩টায় ভার্চুয়ালি দরসূল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান দরসকারী হিসেবে দরস পেশ করেন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর,একেএমবির ভারপ্রাপ্ত সচিব স.ম হামেদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, জনাব এস এম সিরাজ উদ্দীন তৈয়বী,অধ্যক্ষ জাকের আহমদ সিদ্দিকী,এম মহিউল আলম চৌধুরী,অধ্যাপক হাফেজ আহমদ, অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দীন তৈয়বী,অধ্যক্ষ ইব্রাহীম আখতারী,স ম শহিদুল ফারুকী,এম ওয়াহিদ মুরাদ,লায়ন ইমরান,মো আলাউদ্দীন,মাঈনুদ্দীন চৌধুরী হালিম,আহসানুল আলম,ইন্জিনিয়ার আরিফ,মো জামাল উদ্দিন,আবু ছাদেক সিটু,মোহাম্মদ রাসেল,মো তৌহিদ মুরাদ,মো দিদার, মো মামুন,আব্দুল মোমিন,মো মাসুদ করিম প্রমূখ।
দরস পেশকালে আল্লামা জুবাইর,ছুরা কাউছারের তাফসিরে বলেন,ওনবি(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)আমি আপনাকে সরাসরি কাউছার দান করেছি,আপনি সেখান থেকে আপনার উম্মতদের দান করুন।
তিনি প্রসঙ্গক্রমে তিনি বলেন,আল্লাহর রাসূলের দরবারে শুধুমাত্র মুসলমানদের যাওয়ার সুযোগ ছিলো তাই নয়,বিধর্মী কাফিরদেরও যাওয়ার সুযোগ ছিলো।
পরিশেষে একেএমবির কার্যক্রমকে আরো জোরদার করার জন্য দেশি-বিদেশি সকল ভাইদেরকে আরো বেশী সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানান।