বিনোদন ডেস্কঃ
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (পূর্ব) মনোনয়ন ঘোষণা করা হয়েছে বুধবার। এতে সেরা অভিনেত্রী হিসেবে আবারও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান। ‘বিজয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী ক্রিটিক্স বিভাগে দুই মনোনয়ন পান তিনি।
‘ফিল্মফেয়ার পুরস্কার’কে বলা হয় ভারতের অস্কার। এর আগেও জয়ার হাতে ওঠে এই পুরস্কার। এবার জয়ার সঙ্গে একই বিভাগে মনোনয়ন পেয়েছেন- ‘সোয়েটার’ ছবির জন্য ইশা সাহা, ‘তারিখ’ ছবির জন্য রাইমা সেন, ‘ভিঞ্চি দা’ ছবির জন্য সোহিনী সরকার ও ‘পরিণীতা’র জন্য শুভশ্রী গাঙ্গুলি।
জয়া আহসান অভিনীত ‘রবিবার’ পরিচালনা করেছেন অতনু ঘোষ। ছবিটির মাধ্যমে জয়া প্রথম অভিনয় করেন প্রশেনজিতের বিপরীতে। এই ছবিতে অভিনয় করে ২০২০ সালে মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান জয়া।