চট্টগ্রামঃ
সিএমপি’র মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানঃ ০১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১টি স্টিলের ছুরি সহ ২ জন গ্রেফতার করা হয়।
উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) জনাব মোঃ ফারুক উল হক, পিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) জনাব আবু বক্কর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) জনাব মোঃ ইয়াসির আরাফাত এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) জনাব মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে ১৮ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৮ মার্চ,১১ টার দিকে সিএমপি’র ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ওভার ব্রীজের নীচে পোস্তারপাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় তৈরী একনলা বন্দুকও ১টি স্টিলের ছুরি সহ ১) মোঃ বাবুল হোসেন(২১) ও মোঃ ফয়েজ@ফয়সাল(২৫) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি’র ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।