চট্টগ্রামঃ
গত ২৪ মার্চ, বিকাল ৪টায় মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে এবং বায়েজিদ স্টীল এর সহযোগিতায় দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাঠে পুলিশ কমিশনার টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম মহোদয়।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।