চট্টগ্রামঃ
গত ১১/০২/২০২১ খ্রী. নগরীর সদরঘাট থানাধীন আইসফ্যাক্টরী রোডস্থ টি এম টাওয়ার এর সামনে হতে রিকশাযোগে দেওয়ানহাটে যাওয়ার পথে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা রিকশাচালক মোঃ মকবুল হোসেনকে ধাক্কা দিয়ে ফেলে রিকশার যাত্রীর মালামাল ছিনতাই করে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় রিকশাচালক অত্যন্ত সাহসিকতার সহিত সিএনজির পথরোধ করে। এসময় তথায় উপস্থিত ভ্যানচালক হাবিবুর রহমান ও অপরাপর ব্যাক্তিদের সহযোগিতায় তারা ভিকটিমকে উদ্ধার করেন এবং ছিনতাইকারীদের আটকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেন।
অপর একটি ঘটনায় খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় সিফাত নামের জনৈক যুবককে ছিনতাইকারীর কবলে পড়ে ছুরিকাঘাতে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে জনৈক ফাহিম উদ্দিন ভিকটিম সিফাতকে সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা ব্যবস্থা করেন।
ছিনতাইকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার ইত্যাদি মানবিক কাজে সহযোগিতার স্বীকৃতস্বরূপ মোঃ মকবুল হোসেন, হাবিবুর রহমান ও ফাহিম উদ্দিন কে পুরস্কৃত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
অদ্য ২৪ মার্চ,২০২১ খ্রী. দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় পুরস্কারস্বরূপ তাদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন সিএমপি কমিশনার। এসময় তিনি সবাইকে এরকম মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানান।
এছাড়াও তিনি মোঃ মকবুল হোসেন কে আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে ৩০,০০০ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন।