প্রেস বিজ্ঞপ্তিঃ
জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেলো চট্টগ্রামের প্রথম ফ্যামেলি এন্টারটেইনমেন্ট ডেসটিনেশন ক্যাসাব্লাঙ্কার গ্র্যান্ড লঞ্চিং। শুক্রবার সন্ধ্যায় র্যাডিসন ব্লু’তে ক্যাসাব্লাঙ্কার ব্যবস্থাপনা পরিচালক তুলু-উশ্-শামসের সভাপতিত্বে অভিনেতা ইমন ও স্মিতা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেঠ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোলায়মান আলম শেঠ।
সভাপতি তার বক্তব্যে বলেন, চট্টগ্রামে এই প্রথম কোন মার্কেটে(বালি আর্কেড) সিনেপ্ল্যাঙ, এমিউসম্যান্ট পার্ক ও ভি আর সেভেন ডি থিয়েটার হল সংযোজন করা হয়েছে। এর সাথে আরও আছে অত্যাধুনিক কনভেনশন হল।
যেখানে আয়োজন করা যাবে কর্পোরেট এবং পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান। অনুষ্ঠানে লেজার শোসহ চিত্র নায়িকা বিদ্যা সিনহা মীম, মাহিয়া মাহি, অভিনেএী তানজিন তিশা, অভিনেতা ইমনের চোখ ধাঁধানো পারফরম্যান্স।
ঢাকার ঈগল ডান্স নৃত্যগোষ্টির পরিবেশনা মুখরিত করে দর্শক শ্রোতাদের। সবশেষে কন্ঠশিল্পী আনিকার সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।