শাহারিয়া আলম রিশাদ,পুরাতন ঢাকাঃ
টেপা পুুতুল পুতুলগুলোর গায়ে লালচে ভাবটুকু এনেছেন শিল্পী তেঁতুল থেকে।
মূলত বাংলার পুরুষ মৃৎশিল্পীরা তাঁদের তৈজস পত্র তৈরির কালে চাকা ঘোরানোর কাজটি বেশি করেন। আর সহযোগী নারীরা সেগুলো পোড়ান।
তো অন্যান্য তৈজসপত্র তৈরির সময়টাতে মহিলারা বসে না থেকে এই পুতুল গুলো তৈরি করেন বাচ্চাদের খেলার উপকরণ হিসেবে। এভাবেই আসল উৎপত্তি।