নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে হত্যা, বিস্ফোরক, অগ্নিসংযোগসহ ৯ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি কাজী বোরহান উদ্দিন (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-৭।
গতকাল বৃহস্পতিবার ১৮ মার্চ রাত ৯ঃ৩০ মিনিটের সময় ঢাকার হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নুরুল আবছার। আটককৃত আসামী মোঃ কাজী বোরহান উদ্দিন ফেনী জেলার দাগনভুঁইয়া থানাধীন মোমারিজপুর এলাকার মৃত মোমিন উল্লাহর ছেলে ।
র্যাব-৭ এর সহকারী পরিচালক, ফেনী ক্যাম্প (সিপিসি-১) ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, হত্যা, বিস্ফোরক ও অগ্নিসংযোগসহ ৯ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী কাজী বোরহান উদ্দিন গতকাল সকালে একটি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে এসে ঢাকার হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, সে ২০১৩ ও ২০১৪ সালে দাগনভূঁইয়া এলাকায় ব্যাপক জ্বালাও-পোড়াও এবং অগ্নিসংযোগ করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলো। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ডের জন্য দায়েরকৃত ৯ মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তারের জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছিলো। কিন্তু সে গ্রেপ্তার এড়ানোর জন্যই ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় আত্মগোপন করে। অবশেষে আমরা তাকে আটক করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামিকে ফেনী জেলার দাগনভুঁইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএস পি/কেসিবি/৬ঃ৫৮পিএম