নিলুফার ইয়াসমীন নিপা, রংপুরঃ
সুজলা-শুফলা, শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ।এর প্রধান সম্পদ হচ্ছে কৃষি।আর কৃষকগন মাথার ঘাম পায়ে ফেলে এই সম্পদ অর্জন করে।তাই কৃষকগন এদেশের প্রাণ ও জাতির মেরুদণ্ড।দেশের শতকরা ৮০ জনই কৃষিজীবী।
প্রাচীন যুগে যখন যন্ত্রশিল্পের প্রসার ঘটেনি তখনও অামাদের দেশ যেরুপ কৃষির উপর নির্ভরশীল ছিল;বর্তমানে যন্ত্রশিল্পের যুগেও সেই কৃষি ব্যবস্থাই অামাদের জীবনধারণের একমাত্র অবলম্বন না হলেও তা প্রধান অবলম্বন হয়ে রয়েছে।তার কারন অন্যান্য দেশের তুলনায় অামরা চাষাবাদে বৈজ্ঞানিক পদ্ধতি ও প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে অনেক পিছিয়ে।
বর্তমানে বাংলাদেশের কৃষিকার্যের অবস্থা এতই শোচনীয় যে,কোন কৃষকই অার শুধু মাত্র প্রচলিত কৃষিকার্যের দ্বারা সংসার চালনা করে বাঁচতে পারে না।এদেশের অধিকাংশ কৃষককে খুবই নিম্নবিত্ত জীবন যাপন করতে হচ্ছে।উপরন্তু জনসংখ্যার তীব্রচাপ, বসতবাড়ী নির্মাণের প্রয়োজনে শস্য উৎপাদনকারী জমি বিলুপ্ত হয়ে পড়েছে।
দেশকে সুখী ও সমৃদ্ধিশালী করতে হলে দেশের কৃষির প্রতি দৃষ্টি দিতে হবে।যে কৃষক সভ্য সমাজের অন্তরালে অবহেলিত পল্লীতে মানবেতর জীবন যাপন করে তাকে সবদিক দিয়ে মানুষের মত বাঁচার অধিকার করে দিতে হবে।সে যদি প্রচুর জীবনী শক্তি নিয়ে জাগরিত হয়ে উঠতে সমর্থ হয় তবে দেশের কৃষিক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবর্তন অবশ্যই আসবে।