চট্টগ্রামঃ
মুজিব শতবর্ষ উপলহ্মে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমীর উদ্দোগে “কবির কন্ঠ কবিতা পাঠ” ও বসন্ত উৎসব উদযাপন – ২০২১অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জনবান্ধব ও মানবিক পুলিশ উপ পুলিশ কমিশনার বিজয় বসাক,চট্টগ্রাম ওমেন চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি,রোহি মোস্তফা , অধ্যাপক কবি আনন্দ মোহন রহ্মিত,অধ্যাপক কবি কাঞ্চনা চক্রবর্তী,কবি আশীষ সেন,সঙ্গীত শিল্পী দীপেন চৌধুরী,আবৃত্তিকার সেজুতি বড়ুয়া, মিস বাংলাদেশ ২০২০ সুপার টপ টেন অনন্যা চৌধুরী কোয়েনা, স্বস্হি গ্রুপ এডমিন ট্রেইনার..
চাটগাঁইয়্যা নওজোয়ান সাধারন সম্পাদক আহিল সিরাজ,চট্টগ্রামের সময় ও আরজি বাংলা টিভির চেয়ারম্যান এম ডি এইচ রাজু,ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সংগঠক,স,ম জিয়াউর রহমান,বিদ্যানিকেতন ইনষ্টিটিউট অধ্যহ্ম রতন দাস গুপ্ত,চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের,ডায়মন্ড টিম প্রেসিডেন্ট সংগঠক ইলিয়াছ রিপন, মটরযান মালিক চালক সমিতির সাধারন সম্পাদক শেখ ইমরান,বিনোতন রঙ সম্পাদক নাছির হোসাইন জীবন, নবীন কন্ঠ সম্পাদক প্রকাশক বেলায়েত হোসেন প্রমূখ।
এতে আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা পলাশ দত্ত,উদ্দোক্তা লাভলী লেডিস গ্রুপের এডমির রুপা,রুম্পা,লেডিস ই কমার্স অপরাজিতার এডমিন মেরিন রহমান বৃষ্টি,নুসরাত ফারিয়া,একটিভ,ই কমার্স এডমিন রীতা, যুব নারী উন্নয়ন সংস্হার এডমিন পূর্নিমা,সাকসেস গ্রুপের এডমিন হৈমন্তি আকতার,জাগো নারী এডমিন সুরভী আফরিন,মেকওভার আর্টিষ্ট নাদিয়া সুজান নিশীতা,মিসেস আইডল ২০১৯ টপ টেন রুজ্জাতুন্নিছা,ফাতেমা আকতার,তসলিমা জান্নাত,অপূর্ব নৃত্য নিক্কন একাডেমী, বিথী একাডেমী,নৃত্যশিল্পী কুষান,অধরা,প্রিয়া,সবুজ প্রমূখ।