কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহরে এক নারীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিন পুলিশ সদস্যকে দ্বিতীয় দফায় আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকালে কঙবাজারের দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক দেলোয়ার হোসেন শামীমের আদালত এ আদেশ দিয়েছে বলে আদালতের পুলিশ পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জানিয়েছেন।
গত মঙ্গলবার প্রথম দফায় গ্রেপ্তার এই ৩ পুলিশ সদস্যকে দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছিল আদালত। ওইদিন রাতেই তাদের পুলিশ হেফাজতে রিমান্ডে নেওয়া হয়েছিল।
আসামিরা হলেন, এসআই নুর হুদা সিদ্দিক, কনস্টেবল আমিনুল মমিন এবং মামুন মোল্লা। এরা সবাই কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত।