এস.এম জাকির,চন্দনাইশ প্রতিনিধিঃ
আজ সকালে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ,আলোকিত বরমার রুপকার মো.খোরশেদ আলম টিটুর পক্ষ থেকে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই সময় তিনি বলেন,শাসকদের হাত থেকে মাতৃভূমিকে ছিনিয়ে আনার অর্জন গৌরবের।শহীদদের তাজা রক্ত ও আত্মত্যাগে পেয়েছি আমাদের বাংলা ভাষা,সে ভাষার মর্জদা রক্ষ ও শুদ্ধ চর্চার দায়িত্ব আমার আপনার এবং আমাদের সকলের।
উপস্থিতি ছিলেন,বরমা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উপস্থিত ছিলেন বরমা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী ফারুকী, সাবেক বরমা ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা শওকতুল আলম, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন,
চন্দনাইশ ছাত্র সমিতির সহ-সভাপতি একেএম নাঈম উদ্দীন সায়েম,যুবলীগ নেতা আবু রিদুয়ান,নাজিম উদ্দিন, ফয়সাল, শেফা,মানিক,জাসেদ,ছাত্রলীগ নেতা মিজান,শাহাজাহান,নাছিম,সাকিব প্রমুখ।