চট্টগ্রামঃ
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শাহ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব মোঃ কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারী ২টায় চট্টগ্রামের খুলশী থানাধীন জাকির হোসেন রোডস্থ ক্যাপসিকাম রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ রাউন্ড কার্তুজ ও ২০০ পিস ইয়াবা সহ মোঃ ফয়সাল (২০)কে গ্রেফতার করেন।
পরবর্তীতে মোঃ ফয়সাল (২০)এর দেয়া তথ্য মতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইফতেখার করিম চৌধুরী (৪৮), মোঃ সোহেল (২৬), মোঃ নজরুল ইসলাম (৪২) ও মোঃ জামাল হোসেন (৪১)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।