ছবি- তাজরিনা বেগম,
ঘিওর,মানিকগঞ্জঃ
বাংলাদেশের অনেক জায়গায় সূর্যমুখী ফুল দেখতে পাওয়া যায়।এই ফুল দেখতে কিছুটা সূর্যের মত এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর এরূপ নামকরণ।
এর বীজ হাঁস মুরগির খাদ্যরূপে ও তেলের উৎস হিসেবে ব্যবহৃত হয়। এই বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয়।